সাদা তিমি। এই রঙের তিমি চোখে পড়াটা বেশ বিরল। কপাল গুণে কখনো কখনো কারো চোখে পড়ে সাদা রঙের তিমির। সম্প্রতি বিরল প্রজাতির এই সাদা তিমির দেখা মিলেছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। গোল্ড কোস্ট থেকে অ্যান্টার্কটিকার দিকে উষ্ণ প্রবাহের সন্ধানে ভেসে চলে প্রায় ২৩,০০০ তিমি। এতসংখ্যক তিমির মধ্যে অ্যালবিনো হাম্পব্যাক হচ্ছেই একমাত্র সাদা রঙের তিমি যার দেখা মিলে সেখানে। তিমিটির বয়স ৫ বছর।
অ্যালবিনো হ্যাম্পব্যাক তিমি 'মিগালু' নামে পরিচিত। ১৯৯১ সালে প্রথম অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা মিলেছিল মিগালুর তবে সাদা রঙের এই তিমি 'সান অব মিগালু' নামে পরিচিত বলে সি ওয়ার্ল্ড মেরিন সায়েন্সেসের ডিরেক্টর ট্রেভর লং অ্যালবিনোর মত।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট ২০১৫/শরীফ