মাত্র ২৪ বছর বয়সেই মিলিয়নিয়ার হিসেবে রেকর্ড গড়েন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এ ছাড়া ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চার বন্ধুর হার্ভার্ড কানেকশন ডট কম হয়ে ওঠে ফেসবুক। এরপর থেকে বর্তমানে ফেসবুকের যা গ্রাহক সংখ্যা, তাতে একটি দেশ বললেও বেশিকিছু হয় না। জনসংখ্যার দিক থেকে দেশ হিসেবে যদি ধরা হয়, তাহলে তা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। চীন এবং ভারতের পরই যেটির অবস্থান। আর এবার গড়েছেন নতুন আরেক রেকর্ড। ৩৫ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে ধনী হিসেবে উঠে এসেছে মার্ক জুকারবার্গের নাম।
ওয়েলথ এক্স নামের একটি সংস্থা জানিয়েছে, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা তথা মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ আপাতত ৩৫ অনূর্ধ্ব বিশ্বে আয়ের দিক থেকে সবচেয়ে উপরে। তাঁর সম্পত্তির পরিমাণ বর্তমানে ৪১ দশমিক ৬ বিলিয়ন ডলার (এক বিলিয়ন = ১০০ কোটি)। তালিকার দ্বিতীয় স্থান দখল করেছেন ফেসবুকের অপর প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিৎজ। তাঁর সম্পত্তির পরিমাণ ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।
তালিকায় অনূর্ধ্ব ৩৫ ধনীদের মধ্যে সেরা ২০ জনের মধ্যে ছয়জন মহিলাও রয়েছেন। চীনের রিয়েল এস্টেট সংস্থা কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের ৩৪ বছরের ভাইস চেয়ারম্যান হুইয়ান ইয়াংকে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা বলে উল্লেখ করেছে এই ওয়েলথ এক্স। তালিকার তিন নম্বরে রয়েছেন তিনি। তবে এই তালিকায় কোন ভারতীয়র নাম নেই।
বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৫/ রোকেয়া।