সম্প্রতি অ্যাডিই নামে একটি ওষুধের অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটি নারীদের যৌন দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। বহুদিন ধরেই পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ওষুধ হিসেবে ভায়াগ্রা ব্যবহৃত হয়। এবার নারীদের জন্য এ ওষুধটি অনুমোদন পাওয়ায় একে নারীদের ভায়াগ্রা বলে অভিহিত করছেন অনেকেই। নারী ভায়াগ্রা আসলে কি ও কিভাবে কাজ করে তা নিয়েই আমাদের আজকের ফিচার।
ওষুধটি যেভাবে কাজ করে : মুড ও ক্ষুধা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের রাসায়নিকের উপরে কাজ করে ‘অ্যাডিই’। এছাড়া এটি মুড পাল্টাতেও সহায়তা করে। তবে কেন এটি নারীদের যৌনতাবর্ধক হিসেবে ব্যবহার করা হল তা এখনও পরিষ্কার নয়। বিজ্ঞানীরা বলছেন, ‘অ্যাডিই’ রক্তে ডোপামিনের ক্ষরণ বাড়িয়ে দেয় এবং একই সঙ্গে সেরোটোনিনের ক্ষরণ কমিয়ে দেয়।
ওষুধটি কাদের জন্য : শুধু প্রাক মেনোপজাল নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য অ্যাডিই ব্যবহারের ছাড়পত্র দিয়েছে যুক্তরাষ্ট্রের 'ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন'। একটি সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ৫০ থেকে ৮০ লাখ নারী এই সমস্যায় ভুগছেন।
অ্যাডিই ঘিরে বিতর্ক : দীর্ঘ বিবেচনার পর ওষুধটির ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু এর বহুবিধ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে এই ওষুধের ছাড়পত্রের বিরোধিতা করেন এক দল গবেষক। তবে অন্য দলের মতামত অবশ্য ভিন্ন। সব মিলিয়েই অ্যাডিইকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
অ্যাডিই আসলে কি কাজ করে? : স্প্রাউট ফার্মাসিউটিক্যালের বিশেষজ্ঞেরা বলছেন, নারীদেহে ওষুধটি খুবই কার্যকারী। অন্য দিকে যৌন উত্তেজনা বৃদ্ধিতে এর প্রভাব খুবই নগণ্য বলে মনে করছে এফডিএ।
পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন : এক পরীক্ষায় দেখা গেছে, অ্যাডিই ব্যবহারকারীদের ১০ শতাংশ নারীর অত্যধিক ক্লান্তি এবং ঘুম পেয়ে থাকে। এমনকি ব্যবহারকারীরা কোনো ছত্রাকরোধক ওষুধ খেতে পারবেন না। তা না হলে রক্তচাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাজারে পাওয়া যাবে কখন : আগামী ১৭ অক্টোবর থেকেই যুক্তরাষ্ট্রে সব ওযুধের দোকানে পাওয়া যাবে 'অ্যাডিই'। তবে এটি কিনতে হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হবে।
দাম কত পড়বে : এখনো অ্যাডিইর দাম নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি। তবে নির্মাতারা আভাস দিয়েছে, যুক্তরাষ্ট্রে মাসিক যাদের ৩০ থেকে ৭৫ ডলার পর্যন্ত মেডিকেল ইন্সুরেন্স করা আছে তাদের এ ওষুধটি বিনামূল্যে দেওয়া হবে। তবে এক মাস এ ওষুধটি খাওয়ার বিল প্রায় ৪০০ ডলার হতে পারে বলে। সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ