জগদ্বিখ্যাত আগ্রার তাজমহল সম্পর্কে কে না জানে। দেশ-বিদেশের নানা পর্যটকরা এখানে এসে ভিড় করেন। তবে পূর্ণিমার আলোয় সাদা মার্বেলের তাজমহল যেন স্বপ্নের মতো। আর খুব শিগগিরই সেই সুযোগ মিলছে। রাতের তাজকে দেখতে তাজমহলের সরকারি ওয়েবসাইটেই আপনি পেয়ে যাবেন টিকিট।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা জানান, রাতে তাজমহল দেখার প্রস্তাব পাস হয়ে গেছে। খুব তাড়াতাড়ি অনলাইনে টিকিট পাওয়া যাবে। বিকেল ৩ টা পর্যন্ত অনলাইনে টিকিট পাওয়া যাবে। এদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত খোলা থাকবে তাজমহল। আরও জানানো হয়েছে, মাসে মাত্র পাঁচটি রাত্ খোলা থাকবে। পূর্ণিমা ও তার আগের দুদিন এবং পরের দুদিন। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ২৫ আগস্ট, ২০১৫/ রোকেয়া।