চেয়াল, টেবিলসহ বাড়িঘর-অফিস অাদালতের যাবতীয় সরঞ্জামাদি সাধারণত কাঠ দিয়েই তৈরি হয়। তাই বলে কাঠের তৈরি ঘড়ি! হ্যাঁ, এমনই অদ্ভূত কিন্তু সৃজনশীল কাজের দৃষ্টান্ত গড়েছেন ইন্দোনেশিয়ার কারিগরেরা। সম্প্রতি তারা বেশকিছু চমৎকার প্রকারের ঘড়ি তৈরি করেছেন যা গ্রাহকদের দৃষ্টি কেড়েছে। এসব কাঠঘড়ি বাজারে বেশ সাড়া ফেলেছে।
মূলত ইন্দোনেশিয়ার মাতোয়া নামে একটি প্রতিষ্ঠানের কারিগরেরা কাঠের চমৎকার ঘড়িগুলো বানাচ্ছে। এ কাজে তারা ব্যবহার করছে স্থানীয় ফার্নিচারের দোকানের ফেলে দেওয়া পুরনো কাঠের খণ্ড।
অবশ্য পুরনো কাঠ থেকে তৈরি ঘড়িগুলোর বডি এবং চেন কাঠের তৈরি। তবে এতে সংযোজিত ইঞ্জিন ও কাঠা ধাতব কিংবা অন্য পদার্থের তৈরি। সূত্র : হিন্দুস্থান টাইমসের
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ