৯ জানুয়ারি, ২০১৬ ১১:১৫

বিশ্বের সবচে' বড় স্বর্ণের মূর্তি 'মাও'

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচে' বড় স্বর্ণের মূর্তি 'মাও'

চীনে তৈরি হচ্ছে মাও সে তুংয়ের সবচে' বড় মূর্তি। ৩৭ ফুট উচ্চতার মূর্তিটা হবে স্বর্ণের। কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির এই নেতা মূর্তিটি আকাশ উচ্চতায় দেখা যাবে। লং মার্চ থেকে চীনা বিপ্লব, মার্ক্স, লেনিন, স্ট্যালিনের নামের সঙ্গে উচ্চারিত নাম মাও সেতুং। 

পিপলস রিপাবলিক অব চীন-এর প্রতিষ্ঠাতা কমিউনিস্ট বিল্পবী মাও সে তুংয়ের বিশাল স্বর্ণের মূর্তি বানিয়ে তাকে 'চীনের প্রাচীর'-এর মতো কমিউনিস্ট প্রাচীরের সম্মান দিতে চাইছে চীন। চীনের বর্তমান রাষ্ট্রপ্রধান জিং পিং বলেছেন, "মাও চীনের মানুষের কাছে স্বপ্নের নায়ক, মহান মানুষ"। এই মূর্তি তৈরি করতে খরচ হবে ৩ মিলিয়ন ইয়ান (ভারতীয় মুদ্রা ৩ কোটি)।


বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর