১৪ জানুয়ারি, ২০১৬ ১১:৪৫

‘ভিকি’ ওয়াটসন: ৮০০ শিশুর পিতা!

অনলাইন ডেস্ক

‘ভিকি’ ওয়াটসন: ৮০০ শিশুর পিতা!

সেল্যুলয়েডের ভিকি যেমন লুকিয়ে লুকিয়ে স্পার্ম ডোনেট করতেন, বাস্তবের এই ‘ভিকি’ সেটা করেন একেবারে বুক ফুলিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে দর হেঁকেছেন ৫০ পাউন্ড করে। খবর ডেইলি মেইলের। 

বলিউডের ছবি ‘ভিকি ডোনার’-এর সঙ্গে এই গল্পের আশ্চর্য মিল। ৮০০ সন্তানের পিতা তিনি। নাম, সাইমন ওয়াটসন। তবে এঁকে অনায়াসে ‘ভিকি’ ওয়াটসন বলা যেতেই পারে। যাঁরা ‘ভিকি ডোনার’ ছবিটি দেখেছেন, তাঁরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে নিয়েছেন পুরো খবরটা কী নিয়ে।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। সাইমন স্পার্ম ডোনার। সেল্যুলয়েডের ভিকি যেমন লুকিয়ে স্পার্ম ডোনেট করতেন, বাস্তবের এই ‘ভিকি’ সেটা করেন একেবারে বুক ফুলিয়ে। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে। সাইমন জানিয়েছেন, ‘আমার পরিবার ও বন্ধুরা এই পেশা সম্পর্কে জানে। নিজের সন্তানরাও এই সম্পর্কে ওয়াকিবহাল। ওদের স্কুলের বন্ধুরা এই নিয়ে মজা করে। আমার ছেলেরা বলেছে, ওরা কোনও দিনই এমন পেশায় আসবে না। কিন্তু আমি করছি বলে ওদের কোনও আপত্তি নেই।’’

চাকরি ছেড়ে স্পার্ম বিক্রি করে দিব্যি সংসার চালিয়ে যাচ্ছেন সাইমন। এভাবেই চলছে গত ১৬ বছর ধরে। ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের এই যুবক বলেন, ‘অনেক মহিলাই বলেন, স্পার্ম দেওয়া উচিত বিনা পয়সায়। কিন্তু ৫০ পাউন্ড খুব বেশি দাম বলে আমার মনে হয় না।’’

সাইমনের নিজের তিনটি সন্তান। দুই ছেলে, এক মেয়ে। এর বাইরে ৮০০-রও বেশি ছেলেমেয়ের ‘জনক’ তিনি। সাইমনের সন্তানরা এখনও প্রায় প্রতি সপ্তাহে ভ্রূণ হিসেবে আসছে কোনও না কোনও মায়ের গর্ভে। জন্ম নিচ্ছে কোথাও না কোথাও।

তবে যাকে-তাকে স্পার্ম দেন না সাইমন। সাইমন বলেন, ‘‘কেউ স্মোক বা ড্রিঙ্ক করলে আমার আপত্তি নেই। কিন্তু কেউ যদি ড্রাগ অ্যাডিক্ট হন, আমি তাঁকে স্পার্ম দেই না।’’

 

বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ শামছুল হক রাসেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর