২১ জানুয়ারি, ২০১৬ ১৬:১৮

উষ্ণতম বছরের রেকর্ডে ২০১৫

অনলাইন ডেস্ক

উষ্ণতম বছরের রেকর্ডে ২০১৫

ক্রমেই উষ্ণতম হয়ে উঠছে বিশ্ব। ১৮৮০ সাল থেকে পৃথিবীর বছরভিত্তিক রেকর্ডকৃত তাপমাত্রা অনুযায়ী ২০১৫ উষ্ণতম বছর, জানিয়েছে নাসা। এর আগে অবশ্য ২০১০-এ পৃথিবী জুড়ে প্রচণ্ড গরম পড়েছিল। সেই রেকর্ড ভেঙে দেয় ২০১৪। এবার তাও ভাঙলো ২০১৫।

নাসা জানিয়েছে, ১৩৬ বছরের মধ্যে সবচে' উষ্ণ বছর ছিল ২০১৫। ন্যাশনাল ওসিয়ানিক অ্যাটমোসিফিয়ার ও নাসার রেকর্ড অনুযায়ী ২০১৫ সালে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৪.৭৯ ডিগ্রি সেলসিয়াস (৫৮.৬২ ডিগ্রি ফারেনহাইট)। যা ২০১৪ সালের চেয়ে রেকর্ড প্রায় ০.২৯ ডিগ্রি ফারেনহাইট বেশি।

১১ বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবার পৃথিবীর তাপমাত্রা ভাঙার রেকর্ড হল। এই উষ্ণতম বছরের পিছনে বিজ্ঞানীরা মূলত গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ও এল নিনোকে দায়ী করছেন। ।     

 

বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর