১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৭

ভালোবাসার টানে....

অনলাইন ডেস্ক

ভালোবাসার টানে....

যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্যের স্মিথফিল্ডের স্কাই ভিউ হাইস্কুলে পড়াশোনা করে ১৭ বছর বয়সী হেইডেন গডফ্রে। বিশ্ব ভালোবাসা দিবসে আজ স্কুলটির ৮৩৪ মেয়ে শিক্ষার্থীর প্রতি নিজের ভালোবাসা জানাতে সবাইকে ১টি করে কারনেশন ফুল দিয়েছে এই তরুণ। এজন্য একটি অনলাইন পাইকারি বিক্রেতা থেকে ফুল কিনতে ৪৫০ ডলার খরচ করতে হয় তাকে। লক্ষণীয় হলো, গত দেড় বছর ছোটোখাটো কাজ করে সে উক্ত অর্থ জমিয়েছিল। খবর পিটিআই'র

ভালোবাসা দিবসে অন্যকে ফুল দেয়ার ঘ্টনা এবারই প্রথম নয় গডফ্রের। চৌদ্দ বছর বয়স থেকেই প্রতি ভালোবাসা দিবসে বেনামে বন্ধুদের উদ্দেশ্যে ফুল পাঠাতো সে। এ ব্যাপারে তার মা এরিন গডফ্রে এবিসি নিউজকে জানান,  মিডল স্কুলে পড়াকালীন-ই এই চমৎকার আইডিয়া মাথায় আসে তার ছেলের। কারণ তখন সে লক্ষ্য করতো যে ভালোবাসা দিবসে কিছু কিছু মেয়ে কিছুই উপহার পায় না। এ ব্যাপারটি তার ছেলেকে কষ্ট দিতো। তাই দিবসটিতে সব মেয়েকে আনন্দের উপলক্ষ্য এনে দিতেই ফুল দেয়ার আইডিয়া মাথায় তার ছেলের।

স্কুলের সব মেয়ে শিক্ষার্থীকে ফুলদানের ক্ষেত্রে গডফ্রে স্কুল প্রশাসনের সহায়তা নিয়েছে। স্কুলটির সহকারী প্রিন্সিপাল কার্ট হ্যাঙ্কস এ ঘটনায় বেশ অভিভূত হয়েছেন এবং গডফ্রেকে চমৎকার ছেলে বলে বর্ণনা করেছেন। তার ভাষায়, 'আমি মনে করি সে একজন চমৎকার কিড। আমি তার উদ্যোগে বাকহীন।'

এদিকে, হেইডেন গডফ্রের লিলিয়ান শার্প নামে এক মেয়েবন্ধু রয়েছে যার সঙ্গে তার ছয়মাস ধরে সম্পর্ক চলছে। ১৮ বছর বয়সী লিলিয়ান তার সহ-শিক্ষার্থী। ছেলেবন্ধুর এই উদ্যোগকে 'খুবই বিশেষ' বলে বর্ণনা করেছে সে। ফুল পাওয়ার পর প্রত্যেক মেয়ে মুখে বড় হাসি নিয়ে স্কুল থেকে বের হয় বলেও লিলিয়ান জানায়।

ভালেবাসা দিবসে ফুল পাওয়ার অনুভূতি কেমন তা জানাতে গিয়ে গডফ্রের বান্ধবী লিলিয়ান বলেন, 'আমার নিজের ক্ষেত্রেও ভালোবাসা দিবসের অনেক দিন কোনো উপহার ছাড়াই কেটেছে। তাই আমি জানি কোনো উপহার পাওয়ার অনভূতি কেমন।'

বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর