২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:০৭

মহাকাশে 'মানব' রোবট পাঠাচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক

মহাকাশে 'মানব' রোবট পাঠাচ্ছে রাশিয়া

এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে অত্যাধুনিক 'মানব' রোবট পাঠাচ্ছে রাশিয়া। এই রোবট নভোচারী দিয়ে বিপদজনক পরীক্ষা চালাবে দেশটি। মহাকাশে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারবে এই রোবট। অবশ্য মানুষের নজরদারি এবং নিয়ন্ত্রণের আওতায় থেকেও কাজ করবে এই রোবট। 

ইতোমধ্যে দু’টি রোবট নভোচারীর সামরিক সংস্করণ পরীক্ষামূলভাবে বানিয়ে পরীক্ষা চালিয়েছে রাশিয়া। 'ফিওদোর' নামের রোবট নভোচারীর আদল অনেকটা মানুষের মতোই। রোবটটিকে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণকারীকে বিশেষ পোশাক পরতে হয় এবং তিনি যে অঙ্গভঙ্গি করবেন তাই হুবহু নকল করবে সেটি। একজন সাধারণ নভোচারীর পক্ষে সাত থেকে আট ঘণ্টার বেশি মহাকাশে ঘুরে বেরানো সম্ভব নয়। কিন্তু রোবট নভোচারী ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বা মাসের পর মাস মহাশূন্যে ঘুরে বেড়াতে পারে।


বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর