১৭ আগস্ট, ২০২২ ১৭:৪৬
সিবিএসের প্রতিবেদন

পৃথিবীতে পানির উৎপত্তি নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকরা

অনলাইন ডেস্ক

পৃথিবীতে পানির উৎপত্তি নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকরা

রিউগু গ্রহাণু। ছবি: হায়াবুসা টু

পৃথিবীর অনেক বিষয় বিজ্ঞানী-গবেষকদের কাছে এখনো রহস্য। সেই রহস্য উৎঘাটনে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ধরে দেওয়া হয়, জীবিত প্রাণীর উপস্থিতির আগে থেকেই পৃথিবীতে পানি ছিল। তবে নতুন এক গবেষণার বরাতে বিজ্ঞানীরা অনুমান করেছেন, আগে থেকে হয়তো পৃথিবীতে পানি ছিল না। সৌরজগতের বাইরের প্রান্ত থেকে গ্রহাণু দ্বারা পানি আমাদের গ্রহে এসে থাকতে পারে। খবর সিবিএস নিউজের।

ছয় বছর ধরে জাপানের মহাকাশ অভিযানের সময় রিউগু গ্রহাণু থেকে সংগৃহীত বিরল নমুনা পরীক্ষা করে বিজ্ঞানীরা এই দাবি করেছেন। ২০১৪ সালে শুরু হয়েছিল হায়াবুসা টু’র সেই অভিযান। পৃথিবীতে নমুনা নিয়ে আসা হয় ২০২০ সালে।

যুক্তরাজ্যের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে Phys.org-এর একটি প্রতিবেদন অনুসারে, বিজ্ঞানীরা গ্রহাণু থেকে পৃথিবীতে ফিরিয়ে আনা ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন যাতে জীবনের শুরু এবং মহাজাগতিক সৃষ্টি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর