নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির মনোনিত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশে বলেনে, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অন্যতম সফল কারীগর হবেন আপনারা। নৈতিক মূল্যবোধ, দেদশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা বিবেচনায় রেখে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের নিবেদিত করবেন।
মন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটবৃন্দের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা, প্রযুক্তি ও সৃজনশীল কর্মযজ্ঞ একাত্ব হলে আমরা জাতির জনকের সোনার বাংলা ও শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ২০২১ সালের মধ্যে অর্জন করা সম্ভব হবে।
এর আগে মন্ত্রী সমাবর্তনের উদ্বোধন ঘোষনা করেন এবং ৫৯৭ শিক।ষার্থীকে স্নাতক ও ১১৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করেন।
সমাবর্তনে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী, উপাচার্য প্রফেসর এ,কে,এম সাঈদুল হক চৌধুরী বক্তব্য রাখেন।
বিশেষ কৃর্তিত্বের জন্য ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের ১১জন শিক্ষার্থীকে চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর স্বর্ণ পদক প্রদান করা হয়।