শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

নতুন পথ তৈরি করে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

নতুন পথ তৈরি করে নিতে হবে

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ অবরাদরের আমন্ত্রণে সম্প্রতি দেশটির জাতীয় পর্যায়ের সম্মেলনে ভাষণ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউনূস সেন্টার জানায়, মেক্সিকো সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ওই সম্মেলনে প্রফেসর ইউনূস সব মানুষের জন্য ব্যক্তি পর্যায়ে ব্যবসায় উদ্যোগকে সহায়তা দিতে নতুন আর্থিক কাঠামোর প্রস্তাব করেন। অনুষ্ঠানে বাংলাদেশের এই প্রখ্যাত অর্থনীতিবিদ বলেন, পুরনো তত্ত্ব ও কাঠামো অনুসরণ করে গেলে আমরা আরও বেশি দারিদ্র্য ও আরও বেশি দুর্নীতিই কেবল পেতে থাকব। পুরনো পথে চললে আমরা একই পুরনো গন্তব্যেই শুধু পৌঁছব। নতুন গন্তব্যে পৌঁছাতে হলে আমাদের নতুন পথ তৈরি করে নিতে হবে। দেশটির প্রায় সব ক্যাবিনেট মন্ত্রী এবং মেক্সিকান পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্ড, প্রেসিডেন্টের ক্যাবিনেট প্রধান আলফনসো রোমো, মেক্সিকান পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার ও বর্ষীয়ান রাজনীতিবিদ পরফিরিও মুনজ লেডো প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর