বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা
সংসদে বিএনপি এমপি হারুন

বিএনপির কত নেতা-কর্মী গুম খুন জবাব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সংসদ সদস্য হারুন-উর-রশীদ বলেছেন, ‘গুম ও ক্রসফায়ারের শিকার হয়েছে কতজন আমি জানি না। এর জবাব দিতে হবে। আর এ সংসদে বলা হচ্ছে কৌশলের কাছে বিএনপি হেরে গেছে। এটা ঠিক নয়। আগের রাতেই ব্যালট ভর্তি করা হয়েছে। পরদিন শুধু গণনা করা হয়েছে। নির্বাচনের সময় আমাদের ২২ জন এমপি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। ৪৮ জন নিজেদের নির্বাচনী এলাকায়ই ঢুকতে পারেননি।’ হেরাল্ড ট্রিবিউনসহ দেশি-বিদেশি পত্রিকার নাম উল্লেখ করে তিনি বলেন, এ জন্য বিশ্বের গণমাধ্যমগুলো এ সংসদকে মধ্যরাতের পার্লামেন্ট বলে আখ্যায়িত করছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে গতকালের বৈঠকে সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির এমপি হরুন-উর রশীদ বলেন, বিএনপির বিভিন্ন নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৯০ হাজার মামলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘আজ জননিরাপত্তা কোথায়? এই সরকারের আমলে গত ১০ বছরে নিখোঁজ হয়েছে প্রায় ১২০০ মানুষ। গুম ও ক্রসফায়ারের শিকার হয়েছে কতজন আমি জানি না। আমি এই সংসদে কথা বলছি, কিন্তু আমি আজকে বাড়ি ফিরে যেতে পারব কি না, রাস্তা থেকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে তুলে নিয়ে গিয়ে আমার ভাগ্যে ইলিয়াসের ভাগ্য জুটবে কি না- এ কথা বলতে পারব না। তারা (সরকারি দল) আমাদের উপহাস করে বলে, বিএনপি রাস্তায় দাঁড়াতে পারে না। বিএনপির কত নেতা-কর্মী গুমের শিকার হয়েছে, অপহরণ, ক্রসফয়ারের শিকার হয়েছে, এর তথ্য আমি আপনার (স্পিকার) কাছে পৌঁছে দেব।’ এ সময় স্পিকার বাজেট বিষয়ে আলোচনা করতে বললে বিএনপির এমপি হরুন বলেন, ‘মাননীয় স্পিকার, বাজেটের ওপর আলোচনা করব বলেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখানে রাজনীতি নিয়ে কথা বলা হয়েছে। তাই রাজনীতির কথা বলতে হচ্ছে।’

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা এই বাজেটে নেই। এটি একটি অদ্ভুত সরকার। মহাজোটের ভোট করে শরিকদের বিরোধী দলে বসিয়ে দিল। আজ সংসদে তাদের চেহারা মলিন। তাদের অবস্থা নিয়ে তারা বিব্রত।’

সর্বশেষ খবর