বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

সরকারি চাকরির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক

বিশেষ প্রতিনিধি

সরকারি চাকরির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা যদি মাদকাসক্ত হন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, অতিরিক্ত সচিব ড. তরুণকান্তি শিকদার, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ড. মো. হারুন অর রশীদ বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী উপস্থিত ছিলেন। বর্তমানে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য ডোপ টেস্ট প্রযোজ্য হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার জন্য এটি প্রযোজ্য হবে। এ ধরনের একটি অনুশাসনের ফাইলে প্রধানমন্ত্রীর অনুমোদন চেয়েছিলাম। তিনি অনুমোদন দিয়ে দিয়েছেন। এটা এখন বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মিয়ানমারের সঙ্গে প্রতিবারই আলোচনা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলন, দেশটির সরকারপ্রধানের সঙ্গেও আমি আলোচনা করেছি। আমাদের সঙ্গে তারা অনেক কথাই বলেছেন কিন্তু কোনো কথাই কার্যকর হয় না। আমরা চাই এ কথার বাস্তবায়ন হোক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

সর্বশেষ খবর