শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বঙ্গবন্ধু হত্যা

নিজস্ব প্রতিবেদক

ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বঙ্গবন্ধু হত্যা

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী  বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার নিহত হওয়ার ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক শোকবাণীতে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক শোকাবহ এই দিনে বঙ্গবন্ধু সপরিবার শাহাদাতবরণ করেন। বঙ্গবন্ধু এবং তাঁর স্ত্রী-সন্তানসহ যাঁরা শাহাদাতবরণ করেছেন আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। শোকবাণীতে সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গবন্ধুতনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের পরিবারবর্গকে আল্লাহ সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিতে যে ইতিবাচক ভূমিকা পালন করার সুযোগ করে দিয়েছেন সে জন্য জানাই অশেষ কৃতজ্ঞতা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর