মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর অনবরত উল্টাপাল্টা কথা বলে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনে হার স্বীকার করে বাইডেনকে বিজয়ী বলে টুইট করার পর দিনই গতকাল বলেছেন, ‘বাইডেন না, আমিই জিতেছি।’ এ নিয়ে যোগাযোগ মাধ্যমগুলোতে হাস্যরসের সৃষ্টি হলেও ট্রাম্প ‘ভুয়া মিডিয়ার নিউজ’ বলে প্রচারমাধ্যমগুলোকে কটাক্ষ করেছেন। সূত্র : এপি, রয়টার্স। গত রবিবার হার স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছিলেন, ‘সে (বাইডেন) জিতেছে কারচুপির নির্বাচনে। নির্বাচনে কোনো পর্যবেক্ষক ছিল না। ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন, যাদের বিরুদ্ধে অনেক দুর্নাম রয়েছে। তাদের সরঞ্জামগুলো খুবই বাজে, যা টেক্সাসের ভোট গণনার জন্যও যথাযথ ছিল না। জো বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ভুয়া মিডিয়া ভূমিকা রেখেছে। আমি কিছুই মানি না।’ এরপর গতকাল এক টুইটে ট্রাম্প আবার বলেন, ‘আমি এ নির্বাচনে জিতেছি।’ এর আগেও বেশ কয়েকবার তিনি দাবি করেন যে, নির্বাচনে তিনিই জিতেছেন। দেশটির প্রধান সংবাদমাধ্যমগুলো যখন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তুলছে না তখন ট্রাম্প সেই গণমাধ্যমগুলোকে ‘ভুয়া নিউজ মিডিয়া’ বলে আখ্যা দেন। ট্রাম্পের সর্বশেষ পোস্ট সম্পর্কে অনেকেই উপহাস-বিদ্রুপ করে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। গিনো তং নামে একজন টুইটে লেখেন, ‘বিশ্বের সবচেয়ে নাছোড়বান্দা!’ ফিরাজ মোকাদ্দেম নামে একজন লেখেন, ‘হ্যাঁ জনাব, আপনিই জিতেছেন, হোয়াইট হাউস ছাড়বেন না। তালা বদলে ফেলুন, তাহলে তন্দ্রাচ্ছন্ন জো ভিতরে ঢুকতে পারবেন না’। অবশ্য কেউ কেউ ট্রাম্পকে এ লড়াইয়ের ‘শেষ না দেখে’ হাল না ছাড়ার পরামর্শও দেন। প্রসঙ্গত, প্রাথমিক গণনায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পপুলার ও ইলেকটোরাল ভোটে জেতার পর বিশ্বনেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এখনো দাবি করে যাচ্ছেন যে নির্বাচনে তিনিই বিজয়ী। পর্যবেক্ষকরা বলছেন, তার এমন ঘোষণায় বোঝা যাচ্ছে যে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন না। উল্লেখ্য, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন হয়। বেসরকারি ফলাফল অনুসারে, জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি