শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঢামেক আইসিইউতে আগুনে প্রাণ গেল আরও একজনের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় কভিড আইসিইউতে অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত দল। এদিক আগুনের ঘটনায় স্থানান্তর করা রোগীদের মধ্যে মোমেনা বেগম (৪৫) নামে এক নারী গতকাল বিকাল সাড়ে ৫টায় মারা গেছেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ওই আইসিইউর মোট চার রোগীর মৃত্যু হলো। বেলা পৌনে ১টায় ফায়ার সার্ভিসের উপপরিচালক নূর হাসান আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। দলে ছিলেন ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক শাহজাহান শিকদার, উপসহকারী পরিচালক এস এম সানাহউল্লাহ ও দেবব্রত কুমার মন্ডল। ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত দলের প্রধান নূর হাসান আহমেদ বলেন, তদন্ত চলছে। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। এর আগে ১৭ মার্চ সকাল ৮টায় আইসিইউর ১২ নম্বর বেডে হঠাৎ আগুন লাগে। এতে ওই ইউনিটের ১৪ রোগীর মধ্যে কিশোর চন্দ্র রায় (৫৮), আবদুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৬৬) নামে তিনজন মারা যান।

 একই দিনে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। এ ছাড়া ঢামেক হাসপাতালের পক্ষ থেকেও অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেনকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

সর্বশেষ খবর