শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

এখন মানুষের জীবনের কোনো মূল্য নেই

নিজস্ব প্রতিবেদক

এখন মানুষের জীবনের কোনো মূল্য নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটারবিহীন এই সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। করোনাভাইরাস শুরু হওয়ার আগে থেকেই সরকার এ নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। বরং স্বাস্থ্য বিভাগের নানা দুর্নীতিতে আজ দেশের মানুষ চিকিৎসাসেবা তো পাচ্ছেই না, পথে পথে মারা যেতে হচ্ছে।

করোনা আক্রান্ত হওয়া মানুষের বেড নেই, আইসিইউ নেই, অক্সিজেন নেই। শুধু নেই আর নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। সরকার গুরুত্ব না দেওয়ায় আজ দেশে শতাধিক মানুষের প্রাণ দিতে হয়েছে।

গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় এসব কথা বলেন বিএনপির মুখপাত্র। মির্জা ফখরুল বলেন, করোনার প্রভাব পড়েছে সরকারের মেগা প্রকল্পেও। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সরকার দুর্নীতিও বাড়িয়েছে। সবকিছুতেই সরকার দুর্নীতি আর দলীয়করণের আশ্রয় নিয়েছে। সরকারকে এখনো বলব, করোনার এই পরিস্থিতিতে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি জাতীয় এক্য গড়ে তুলুন। সবার মতামত নিয়েই করোনা পরিস্থিতি মোকাবিলা করুন। নইলে এসব লকডাউন দিয়েও কোনো কাজে আসবে না। মানুষের কথা শুনুন, তাদের মতামত গ্রহণ করুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর