রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গরুবাহী ট্রাকচালককে খুনের ঘটনার এক আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত ওই ডাকাতের নাম মো. কাজল ওরফে ধামা কাজল। শুক্রবার রাতে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাজল গত ১৬ জুলাই গরুবাহী ট্রাকচালক আবদুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বায়েজিদ লিংক রোডে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি ছোড়ে। নিজেদের রক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত কাজলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রাম দা, একটি ছোরা উদ্ধার করা হয়। সীতাকুন্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ট্রাক থেকে গরু লুটের চেষ্টায় ব্যর্থ হয়ে একদল ডাকাত ট্রাকচালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর