বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বেসিক ও পদ্মা ব্যাংক একীভূতির প্রস্তাব বিবেচনাধীন

নিজস্ব প্রতিবেদক

বেসিক ও পদ্মা ব্যাংক একীভূতির প্রস্তাব বিবেচনাধীন

রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হতে চায় পদ্মা ব্যাংক। তাদের এমন প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক-সংক্রান্ত এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। বেসিক ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূত হওয়ার আগ্রহের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলো একীভূত হবে, সেগুলো মোটামুটি ড্রাফট স্টেজে আছে। আমাদের ড্রাফট হয়ে গেছে, সেটিকে আমরা সংসদে নিয়ে আসব এবং সেখানে অনুমোদন হওয়ার পর মার্জের কার্যক্রম শুরু হবে। আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি এখনো পদ্মা ব্যাংকের আবেদন পাইনি। পদ্মা ব্যাংক সম্পর্কে একটি বিষয় আপনাদের অবশ্যই জানা আছে, সেটি হলো ব্যাংকটির বর্তমান ওনারশিপ স্ট্রাকচারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সবই জড়িত। তার মধ্যে সোনালী, অগ্রণী, রূপালী, জনতা সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই শেয়ার আছে। সেভাবেই ব্যাংকটি পরিচালিত হচ্ছে। সেখানে যে বোর্ড রয়েছে, জনতা, সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংকও আছে। অফকোর্স আমরা এ প্রস্তাব বিবেচনা করতে পারি। আইনটি আগে হতে হবে, যার পরিপ্রেক্ষিতে এটি হবে। তিনি আরও বলেন, পদ্মা ব্যাংকের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা ব্যাংকটি ভালোভাবে চালাতে পারেননি। সেখানে অনেক দুর্নীতি হয়েছে আপনারা জানেন, আমরাও শুনেছি।

কীভাবে দুর্নীতিতে জড়িত হয়েছে, সেটা এখনো আমরা জানতে পারিনি। কারণ যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তার প্রাইমারিলি স্টেটমেন্ট ছিল। সেটির ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে এবং তারা এখন জেলে আছে। যারা অন্যায়-অপরাধ করবে, কেউ ছাড় পাবে না।

সর্বশেষ খবর