সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

ন্যাটোর গভীর নজরদারিতে রাশিয়া

প্রতিদিন ডেস্ক

ন্যাটোর গভীর নজরদারিতে রাশিয়া

রাশিয়াকে গভীরভাবে নজরদারি করছে ন্যাটো। জোটের প্রধান স্টোলটেনবার্গ এই মন্তব্য করেছেন।  বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করার ঘোষণা দেওয়ার পর ন্যাটো মহাসচিব এই মন্তব্য করলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ফিনল্যান্ডকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো জোটে যোগদান ফিনল্যান্ডের জন্য ভালো হবে না। ফিনল্যান্ডের সিদ্ধান্তকে পুতিন ‘ভুল সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে ন্যাটো প্রধান বলেন, রাশিয়া কি করছে আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি। ন্যাটো সদস্য দেশে রাশিয়া হামলা করলে জোটও প্রস্তুত রয়েছে। ফিনল্যান্ড-সুইডেনের সম্ভাব্য সদস্যপদ ন্যাটোর জন্য ‘গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে তিনি বলেন, বাল্টিক অঞ্চলে কিভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায় জোট সেটা দেখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর