মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচি চলার সময় গুলিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এদিকে বরিশালে সমাবেশ শেষে মিছিল করার চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দিয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল : যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে বরিশালে পৃথক প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ও দক্ষিণ জেলা এবং উত্তর জেলা যুবদল। গতকাল সকাল ১১টায় মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের যৌথ উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুর সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, সহসভাপতি কামরুল আহসান রতন ও উজিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম শামসুদ্দোহা আজাদ প্রমুখ। অন্যদিকে একই সময়ে অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ করে উত্তর জেলা যুবদল। জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ফুয়াদ, ফুয়াদ দেওয়ান, মো. গফুর সরদার, হিজলা উপজেলা যুবদল আহ্বায়ক রিমন দেওয়ান, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শাওন রহমান মনির, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন। সমাবেশ শেষে উত্তর জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে পারেনি যুবদল।
রংপুর : যুবদল মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে রংপুর জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ?-সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, যুগ্ম সম্পাদক আকিবুল রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রানা, পীরগাছা উপজেলা সদস্য সচিব আবদুল আলিম আলম, বদরগঞ্জ উপজেলা সদস্য সচিব মনিরুজ্জামান প্রামাণিক, বদরগঞ্জ পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।
ঝিনাইদহ : যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। দুপুর ১২টায় ঝিনাইদহ এইচএসএস সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের আগে তারা একটি ঝটিকা মিছিল বের করে।
নাটোর : হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ নেতা-কর্মীরা।
জামালপুর : জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বিকালে শহরের সিংহজানী মোড় হতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা সজীব খান, মিজানুর রহমান, শাহ্ মাসুদ প্রমুখ।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        