যুক্তরাষ্ট্রে প্রচলিত প্রাইভেসি আইন এবং ফিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া নিয়ে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘আমার দেশে আমি অনেক কষ্টে আছি। আপনি তো অনেক ভালো আছেন। আমার দেশে প্রাইভেসি আইন, ফিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া- এগুলোর জ্বালায় আমি বড় কষ্টে আছি। আপনার থেকে বেশি কষ্টে আছি আমি।’ ভারতে জি-২০ সফর নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ মন্তব্যের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। তিনি জানান, ‘মার্কিন মন্ত্রীর মতে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো।’ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমার পাশে বসেছিলেন এবং অনেকক্ষণ আলাপ করেছেন। আমাদের দেশগুলোর যে সমস্যা, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। তাদের দেশের সমস্যা, সেগুলো নিয়েও আলাপ হয়েছে। এটি অত্যন্ত গঠনমূলক আলাপ। তাদের উপলব্ধি খারাপ নয়। কিন্তু তারপরেও বিভিন্ন লোক বিভিন্ন রকমের উসকানিমূলক আচরণ করে। কিন্তু আমার মনে হয়, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পেরেছি।’ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে র্যাব ও সংস্থাটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি বলে জানান আবদুল মোমেন। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছে আমরা যে উন্নয়ন করেছি, সেটিতে আরও তারা সম্পৃক্ত হতে চায়।
শিরোনাম
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
দুই বিষয়ে ব্লিঙ্কেনের মন্তব্য
বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে : মোমেন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর