যুক্তরাষ্ট্রে প্রচলিত প্রাইভেসি আইন এবং ফিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া নিয়ে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ‘আমার দেশে আমি অনেক কষ্টে আছি। আপনি তো অনেক ভালো আছেন। আমার দেশে প্রাইভেসি আইন, ফিডম অব স্পিচ অ্যান্ড মিডিয়া- এগুলোর জ্বালায় আমি বড় কষ্টে আছি। আপনার থেকে বেশি কষ্টে আছি আমি।’ ভারতে জি-২০ সফর নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ মন্তব্যের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। তিনি জানান, ‘মার্কিন মন্ত্রীর মতে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো।’ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমার পাশে বসেছিলেন এবং অনেকক্ষণ আলাপ করেছেন। আমাদের দেশগুলোর যে সমস্যা, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। তাদের দেশের সমস্যা, সেগুলো নিয়েও আলাপ হয়েছে। এটি অত্যন্ত গঠনমূলক আলাপ। তাদের উপলব্ধি খারাপ নয়। কিন্তু তারপরেও বিভিন্ন লোক বিভিন্ন রকমের উসকানিমূলক আচরণ করে। কিন্তু আমার মনে হয়, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পেরেছি।’ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে র্যাব ও সংস্থাটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি বলে জানান আবদুল মোমেন। তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। কী নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা হয়েছে আমরা যে উন্নয়ন করেছি, সেটিতে আরও তারা সম্পৃক্ত হতে চায়।