ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এ ছাড়া এদিন দুপুরে ক্ষতিগ্রস্ত মিডিয়া হাউস পরিদর্শন করেছেন হেফাজতে ইসলামের নেতারা।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসেন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আবদুুল মালেক, কেন্দ্রীয় নেতা মুফতি ফয়সাল হাবিবি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন মিডিয়া হাউস পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বাগত জানান।
হেফাজত ইসলামের নেতারা ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তারা এমন হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। তারা বলেন, আমরা বর্তমান সরকারের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন রেডিও ক্যাপিটালের ইনচার্জ রুহুল আমিন রাসেল, কালের কণ্ঠের ডেপুটি এডিটর হায়দার আলী, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক সাংবাদিক আতাউর রহমান কাবুল, প্রডিউসার জোবায়ের হোসেন নোবেল, বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল, কালের কণ্ঠের অনলাইন ইনচার্জ সাকিব সিকান্দার, ডেইলি সানের হেড অব বিজনেস আরিফিন রাসেলসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিকরা। আরও ছিলেন কালের কণ্ঠের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন রাজিব।
বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর- খুলনা : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে খুলনায় সাধারণ সাংবাদিকদের উদ্যোগে গতকাল মানববন্ধন করা হয়। খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আবু হাসান, গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক নেতা মোস্তফা জামাল পপলু, সামছুজ্জামান শাহীন, কৌশিক দে, মামুন রেজা, মো. তরিকুল ইসলাম, আবুল হাসান হিমালয়, মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। বক্তারা বলেন, সর্বশেষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল, নিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজসহ ৭টি প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় গণমাধ্যমসহ সাংবাদিকরা ঝুঁকিতে পড়ছেন। বক্তারা এই ন্যক্কারজনক হামলা ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বরগুনা : ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরগুনার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা বেলা ১১টায় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালের কণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, যমুনা টিভির ইমন খান, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, ডিবিসির প্রতিনিধি মালেক মিঠু, নিউজ-২৪ প্রতিনিধি সুমন সিকদার প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকারকেই খুঁজে বের করতে হবে কারা এবং কেন গণমাধ্যমের ওপর হামলা হয়েছে। খাগড়াছড়ি : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পেশাজীবী সাংবাদিকরা গতকাল দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দীন, সহসভাপতি জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আইনবিষয়ক সম্পাদক জুলহাস উদ্দিন, চ্যানেল-২৪ এর সাংবাদিক নুরুচ্ছফা মানিক, সাংবাদিক রফিকুল আলম, আবদুর রহিম হৃদয়, আবদুুর রউফ, দেবপ্রসাদ ত্রিপুরা, ছোটজন বিশ্বাস, মাঈন উদ্দিন, দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম। বক্তারা স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠসহ সাতটি গণমাধ্যমের ওপর একযোগ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধান করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। মানববন্ধনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম : সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। কুড়িগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সহসভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক আবদুল খালেক ফারুক, জেলা সচেতন নাগরিক কমিটি সনাক’র সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা কমিটির সভাপতি খন্দকার খায়রুল আনম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, নিউজ টোয়েন্টিফোর টিভির সাংবাদিক হুমায়ুন কবির সূর্য এবং কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ প্রমুখ। গোপালগঞ্জ : ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। কর্মসূচিতে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আমিনুল হাসান শাহীন, কালের কণ্ঠের প্রসূন মন্ডল, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের একরামুল কবীর, যায়যায়দিন পত্রিকার এস এম নজরুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের সামিউল আলিম, সাংবাদিক শেখ ফরিদ আহম্মেদ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জ্বলিত গোপালগঞ্জের শাওন রাজীব বক্তব্য রাখেন। বক্তারা গণমাধ্যম অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, হামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলায় যুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচিতের গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শুভসংঘসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জামালপুর : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেস ক্লাব। দুপুরে শহরের তমালতলাস্থ জামালপুর জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রেস ক্লাব সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে জামালপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অজয় কুমার পাল, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, নিউজ টোয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, মাই টিভির শামীম আলম, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, নিউ নেশনের শাহ্ জামাল, মোহনা টিভির উসমান হারুনী, বাংলা টিভির নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, ঢাকা পোস্টের মোত্তাসিন বিল্লাহ, দৈনিক জনবাণীর এম কাওছার সৌরভ, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পটুয়াখালী : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পটুয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, বাংলাদেশ প্রতিদিনের পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ, ডেইলি সানের জেলা প্রতিনিধি আবদুল কাইঊম, সদস্য হুমায়ুন কবির, কালের কণ্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. সাইমুন রহমান এলিট প্রমুখ। এ ছাড়াও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল, বাংলাদেশ প্রতিদিনের দুমকী উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, নিউজ টোয়েন্টিফোরের সিকদার জোবায়ের হোসেনসহ মানববন্ধনে পটুয়াখালী প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেহেরপুর : মেহেরপুরের সাংবাদিক সমাজ বেলা ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন তোজাম্মেল আজম, ফজলুল হক মন্টু, আল অমিন হোসেন, মাহবুবুল হক পোলেন, ইয়াদুল মোমিন, ওমর ফারুক প্রিন্স, শের খান, তৌহিদুদ্দৌলা, মাহাবুব চান্দু, দিলরুবা খাতুন প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দায়িত্ব বর্তমান সরকারসহ ছাত্র-জনতার। গাইবান্ধা : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা, ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন গাইবান্ধায় কর্মরত সাংবাদিকরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের গানাসাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজ গাইবান্ধার ব্যানারে প্রতিবাদী এ আয়োজন করা হয়। এতে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রনেতা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
ওলামা মাশায়েখ ঐক্যজোট : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে জরুরি সভা করেছে ওলামা মাশায়েখ ঐক্যজোট। গতকাল রাজধানীর কার্যালয়ে আয়োজিত এ সভায় দলবদ্ধ দুর্বৃত্তদের ঝটিকা হামলায় দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সানসহ ৭টি প্রতিষ্ঠানের অফিস, গাড়ি এবং মালামাল ভাঙচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এ সভায় ১৪-দলীয় জোট থেকে ওলামা মাশায়েখ ঐক্যজোটের সমর্থন প্রত্যাহারেরও ঘোষণা দেওয়া হয়।