ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। গতকাল বিকালে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা দেখেছি মায়ের কান্না বন্ধ হয়নি, রক্ষের দাগ শুকায়নি, তখনই একশ্রেণির নরপশুরা চাঁদাবাজিতে লিপ্ত, তারা টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত, তারা স্টেশন দখলে লিপ্ত। আমি ওদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করতে হবে। পটুয়াখালী জেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক মুহা. আনছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে পটুয়াখালী জেলাসহ ইসলামী আন্দোলনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।