জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। অধিবেশনে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন, উচ্চ স্তরের একাধিক বৈঠকে অংশ নেবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে এবার চারজন সিনিয়র রাজনৈতিক নেতা সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে রোহিঙ্গা সংকট নিরসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।