Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১০ অক্টোবর, ২০১৮ ২৩:১৭

ওভারিয়ান সিস্টের উপসর্গ

স্বাস্থ্য ডেস্ক

ওভারিয়ান সিস্টের উপসর্গ

অধিকাংশ মহিলার জীবদ্দশায় অন্তত একবার ওভারিয়ান সিস্টের অভিজ্ঞতা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে তা ব্যথামুক্ত থাকে, শুধু রুটিন পেলভিক এক্সামিনেশনে তা বোঝা যায়, তাই অনেকে এ বিষয়টি নিয়ে সচেতন নন। বিরল ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট কোন গুরুতর সমস্যা করে।

প্রকারভেদ : (১) ফলিকুলার সিস্ট (২) করপাস লুটিয়াম সিস্ট (৩) থেকা লুটেন সিস্ট (৪) ডারময়েড সিস্ট। (৫) এন্ডোমেট্রোয়েড সিস্ট (৬) হেমোরেজিক সিস্ট (৭) পলিসিস্টিক ওভারি কারণ : (১) অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব। (২) অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়া। (৩) বন্ধ্যত্ব। (৪) হাইপো-থাইরয়েডিসম। (৫) স্মোকিং। (৬) কেমো-রেডিয়েশন থেরাপি।

উপসর্গ : (১) ঋতুস্রাবের আগে বা পরে তলপেটে ব্যথা। (২) মলত্যাগের সময় পেটে ব্যথা। (৩) সহবাসের সময় ব্যথা। (৪) তলপেট বড় হয়ে যাওয়া। (৫) কোমরে ব্যথা।


আপনার মন্তব্য