বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ওভারিয়ান সিস্টের উপসর্গ

স্বাস্থ্য ডেস্ক

অধিকাংশ মহিলার জীবদ্দশায় অন্তত একবার ওভারিয়ান সিস্টের অভিজ্ঞতা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে তা ব্যথামুক্ত থাকে, শুধু রুটিন পেলভিক এক্সামিনেশনে তা বোঝা যায়, তাই অনেকে এ বিষয়টি নিয়ে সচেতন নন। বিরল ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট কোন গুরুতর সমস্যা করে।

প্রকারভেদ : (১) ফলিকুলার সিস্ট (২) করপাস লুটিয়াম সিস্ট (৩) থেকা লুটেন সিস্ট (৪) ডারময়েড সিস্ট। (৫) এন্ডোমেট্রোয়েড সিস্ট (৬) হেমোরেজিক সিস্ট (৭) পলিসিস্টিক ওভারি কারণ : (১) অনিয়মিত মাসিক বা ঋতুস্রাব। (২) অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়া। (৩) বন্ধ্যত্ব। (৪) হাইপো-থাইরয়েডিসম। (৫) স্মোকিং। (৬) কেমো-রেডিয়েশন থেরাপি।

উপসর্গ : (১) ঋতুস্রাবের আগে বা পরে তলপেটে ব্যথা। (২) মলত্যাগের সময় পেটে ব্যথা। (৩) সহবাসের সময় ব্যথা। (৪) তলপেট বড় হয়ে যাওয়া। (৫) কোমরে ব্যথা।

সর্বশেষ খবর