বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডিপিডিসির সঙ্গে তথ্য বিনিময় করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

করযোগ্য ব্যক্তি-প্রতিষ্ঠানকে করের আওতায় আনতে এবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ডেটাবেজ যাচাই করাসহ তথ্য বিনিময় করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে ডিপিডিসি ও এনবিআরের মধ্যে তথ্য বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। আজ  এনবিআরে এ বিষয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যেখানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। এনবিআরের ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি অর্থবছরে করযোগ্য আয় করা ছাড়াও ৪০ ধরনের সেবা প্রাপ্তিতে একজন ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। যার মধ্যে রয়েছে- গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পেতে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। শুধু তাই নয়, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারের প্রমাণ দেখাতে না পারলে বিচ্ছিন্ন করা হবে করদাতার গ্যাস কিংবা বিদ্যুতের লাইন। ওই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই সমঝোতা স্মারক সই করা হচ্ছে বলে জানা গেছে।

 

সর্বশেষ খবর