ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারণায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারদা আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে নারদা ঘুষ, কলকাতায় উড়ালপুল ধসসহ একাধিক ইস্যুতে রাজ্যটির শাসকদল তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন মোদি।
বৃহস্পতিবার জলপাইগুড়ির মাদারিহাটের সভা থেকে কলকাতার পোস্তা এলাকায় নির্মিয়মাণ বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়ার ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারকে তোপ দেগে মোদি বলেন, ‘ফ্লাইওভার ধসে পড়েছে, মানুষ নিহত হয়েছেন। কিন্তু দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের পাশে না দাঁড়িয়ে তিনি রাজনীতি শুরু করে দেন। উদ্ধারকাজে হাত না লাগিয়ে তিনি উড়ালপুর ধসে পড়ার ঘটনায় বামফ্রন্ট সরকারের দায়ী করেন। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন মৃত্যু নিয়েও রাজনীতি করছেন। আমি এটা জানতে চাই। কাজ শেষ হওয়ার পর দিদি যদি উড়ালপুলের উদ্বোধন করতেন তবে তিনি কি বামেদেরকে কৃতিত্বটা দিতেন? এই ঘটনাকে ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলেও কটাক্ষ করেন মোদি। একইসঙ্গে এই উড়ালপুল ধসের ঘটনাই মানুষকে একটা বার্তা দিল যে এরাজ্যের মানুষ আর তৃণমূল ও বামফ্রন্টকে ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
সারদা আর্থিক কেলেঙ্কারি নিয়ে মোদি বলেন, ‘সারদায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে দলের শীর্ষ নেতারা। সারদায় যে সমস্ত মানুষ তাদের সবকিছু হারিয়েছেন, তাদের অর্থ যারা লুঠ করেছে তাদের কি কারাগারে থাকা উচিত নয়? নারদা স্টিং অপারেশন নিয়ে মোদি বলেন, ক্যামেরার সামনে তৃণমূলের নেতা-মন্ত্রীদের ঘুষ নেওয়ার ছবি ধরা পড়েছে। কাজ করার জন্য মা-মাটি-মানুষের নেতারা এখন রুপি নিচ্ছে। অথচ দিদি নীরবতা পালন করছেন। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিচ্ছে না। তৃণমূলকে দুর্নীতির সরকার বলে তোপ দেগে মোদি বলেন, টিএমসি এখন আর তৃণমূল কংগ্রেস নেই। এটা হল টি ফর টেরর(সন্ত্রাস), এম ফর মত(মৃত্যু) আর সি ফর কোরাপশন (দুর্নীতি) হয়েছে। গত পাঁচ বছরে এই রাজ্য মৃত্যু আর অর্থের কারবার হয়েছে।
দিল্লিতে কেন্দ্র-রাজ্য বৈঠকে মমতার অনুপস্থিত থাকা নিয়েও কটাক্ষ করেছেন মোদি। মমতাকে উদ্যেশ্য করে তিনি বলেন, ‘তিনি কি ধরনের মুখ্যমন্ত্রী? কেন্দ্রীয় সরকার যখন রাজ্যের উন্নয়ন নিয়ে বৈঠক ডাকে তখন দিদি সেই বৈঠক বর্জন করেন। মোদি বৈঠক ডেকেছে বলে রাজ্যের ক্ষতি হলেও মোদির সাথে বৈঠকে বসেন না দিদি। অথচ দিল্লিতে গেলে সোনিয়া গান্ধীর সাথে দেখা করেন তিনি। আর্শীবাদ নেন, তাঁর সাথে ফটো তুলতেও পিছপা হন না দিদি’।
বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট নিয়েও কটাক্ষ করেছেন মোদি। তিনি বলেন, কেরলে কংগ্রেস ও সিপিআইএম যুদ্ধ করছে আর বাংলায় তারা জোট করেছে। মাদারিহাটের পর আসানসোলের একটি নির্বাচনী প্রচারণা থেকেও ওই একই ইস্যুতে রাজ্যের শাসকদলকে আক্রমণ শাণিয়েছেন মোদি।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৬/মাহবুব