ফ্রান্সে দেহ ব্যবসা বন্ধে এবার বদ্ধ পরিকর দেশটির সরকার। সম্প্রতি সেখানে একটি আইন পাস হয়েছে যাতে বলা হয়েছে, অর্থের বিনিময়ে যৌনতা কিনলে ক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ৩ হাজার ৭৫০ ইউরো বা প্রায় চার লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ক্রেতার। নতুন আইনে যৌনকর্মীরা অপরাধী হিসেবে গণ্য হবেন না। এখানে দেশটিতে থাকা ত্রিশ হাজারের বেশি যৌনকর্মীকে ভুক্তভোগী হিসেবে বিবেচনা করা হয়েছে।
এর আগের আইনে এ ধরণের ঘটনায় যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন কর্মীদের বিরুদ্ধে নয়, তাদের ক্রেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
বিলটির পক্ষে ভোট দেয়া একজন সংসদ সদস্য বলছেন, যেসব যৌনকর্মীরা এই পেশা ছেড়ে যেতে চান, তাদের সুযোগ দিতেই এই আইন। এটি মানব পাচারকারীদের বিরুদ্ধে সহায়ক হবে।
তবে নতুন এই আইনের বিরুদ্ধে যৌনকর্মীদের একটি দল পার্লামেন্টের বাইরে সমাবেশ করেছে। আইনটিকে তারা নিজেদের জন্য সম্মানহানিকর বলে মনে করছেন। তাদের হাতে লেখা ব্যানারে লেখা ছিল, 'আমাকে মুক্ত করার দরকার নেই। আমি নিজেই নিজের দেখভাল করতে পারবো।'
দুই বছর আগে আইনটি পাসের উদ্যোগ নেওয়া হলেও পার্লামেন্টের দুই কক্ষের মত ভিন্নতার কারণে সেটি আলোর মুখ দেখেনি।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ