পাকিস্তানের সঙ্গে ভারতের শান্তি প্রক্রিয়া কার্যত অচল হয়ে পড়েছে। নয়াদিল্লিস্থ পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত এ কথা বলেছেন। তিনি বলেন, বর্তমানে পাক-ভারত শান্তি প্রক্রিয়া স্থগিত করে দেয়া হয়েছে।
পরমাণু অস্ত্রধর দেশ দু’টির মধ্যে আস্থাহীনতার প্রধান কারণ হিসেবে জম্মু ও কাশ্মীর বিরোধকে চিহ্নিত করেন তিনি। অর্থবহ ও অব্যাহত সংলাপ দু’দেশের জন্য প্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, 'জম্মু ও কাশ্মীরের মানুষের আশা-আকাঙ্ক্ষা মেনে নিতেই হবে। তিনি একে ন্যায্য এবং সঠিক হিসেবে দাবি করেন।'
এ ছাড়া, গত মাসে বেলুচিস্তানে ভারতের কথিত গুপ্তচর আটকের বিষয়েও মন্তব্য করেন তিনি। এর মধ্য দিয়ে পাকিস্তানের অকাট্য ভূমিকা প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন নয়াদিল্লির পাক হাই কমিশনার।
বৈরী গোয়েন্দা সংস্থাগুলোর ষড়যন্ত্র বানচাল করা হবে বলে পাকিস্তানের সামরিক নেতৃবৃন্দ যখন অঙ্গীকার ব্যক্ত করেছেন তখন তার এ বক্তব্য প্রকাশিত হলো। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়াটার্সে পাক সেনাবাহিনীর কোর কমান্ডারদের বৈঠকে এ অঙ্গীকার ব্যক্তি করা হয়। পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর হিন্দুস্থান টাইমস'র
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল ২০১৬/শরীফ