ইরাকের প্রতি তিনজনের মধ্যে একজন মনে করে যে ওয়াশিংটন দেশটিতে সক্রিয় সন্ত্রাসীগোষ্ঠীগুলো বিশেষ করে আইএসকে সহায়তা দিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়।
গত বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত চালানো মতামত জরিপের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়, প্রতি তিন জনের মধ্যে একজন ইরাকি মনে করে যে তাদের দেশে যুক্তরাষ্ট্র সাধারণভাবে সন্ত্রাসবাদ বিশেষ করে আইএসকে সহায়তা করছে।
মতামত জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৪০ শতাংশ মনে করে, ইরাককে অস্থিতিশীল করে দেশটির প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণের লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে ইরাকের ৩৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র সম্পর্কে অনুকূল মনোভাব পোষণ করলেও ২০১৫ সালের আগস্টে তা নেমে ১৮ শতাংশে এসে ঠেকেছে।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল ২০১৬/শরীফ