তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৩০ লাখ রুপির কিছু বেশি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর জমাকৃত হলফনামাতে এই তথ্য উঠে এসেছে।
সেখানে দেখা যায় ২০১৪-১৫ সালে তাঁর বাৎসরিক আয়ের পরিমাণ ৫ লাখ ৯২ হাজার ৬৫৫ রুপি।
তৃণমূল প্রধানের নামে কোন স্থাবর সম্পত্তি নেই। স্থাবর সম্পত্তির মধ্যে হাতে নগদ অর্থ আছে ১৮,৪৩৬ রুপি। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ২৭ লাখ ৬১ হাজার। সোনার গহনার পরিমাণ ৯ গ্রাম যার বাজার দাম ২৬,৩৮০ রুপি। ২.১৫ লাখ রুপির একটি মাল্টি জিম যন্ত্র আছে। বায়না দেওয়া রয়েছে ৫,১৮৮ রুপি।
৬১ বছরের এই ভারতীয় রাজনীতির নিজের কোন গাড়িও নেই।
এবারের নির্বাচনে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা। গতকাল শুক্রবারই দক্ষিণ কলকাতার আলিপুর সার্ভে বির্ল্ডি-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন পত্র দাখিল করেন মমতা।
আগামী ৩০ এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ হবে। গণনা হবে ১৯ মে।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-০১