পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আদালত।
বিচারকদের আটক করে রাখা সংক্রান্ত ২০০৭ সালের একটি মামলায় আদালতে হাজিরা না দেওয়ার শুক্রবার আদালত এ আদেশ দেন।
পাকিস্তান সুপ্রিম কোর্ট তাঁর বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই চিকিৎসা করাতে গত মাসে দুবাই গিয়েছেন পারভেজ মোশারফ। যে কারণে সন্ত্রাসবাদ বিরোধী আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। তবে যাওয়ার আগে তিনি আদালতের অনুমতি নেননি বলে রায়ে ক্ষোভ প্রকাশ করেন সন্ত্রাসবাদ বিরোধী আদালতের বিচারক সোহেল ইকরাম।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৬/মাহবুব