ভারতের দক্ষিণ কেরালার কোল্লামা পুতিঙ্গাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ শতাধিক।
রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে মন্দিরের ধর্মীয় উৎসব উদযাপনকালে ফোটানো আতশবাজির স্ফূলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কেরালা পুলিশের ডিজি সেনকুমার ১০২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।
গুরুতর আহতদের তিরুবন্তপুরম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের অন্যদের কেট্টিয়াম ও মিয়াপুরমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরই বিস্ফোরণের শব্দ, আহতদের চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগায়। কিছু পরেই ছুটে আসে দমকল, ফায়ার সার্ভিসের গাড়ি। এইমুহূর্তে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয়েছে। পুরো মন্দির চত্ত্বর ঘিরে রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কেরালার রাজধানী তিরুবন্তপুরম থেকে ৬০ কিলোমিটার দূরে উপকূলীয় শহর পারাভুরে পুতিঙ্গাল মন্দিরে উৎসব চলাকালীনই মন্দির প্রাঙ্গণে শনিবার দিবাগত রাত একটার সময় আতশবাজি পোড়ানোর প্রদর্শনী শুরু হয়। অল্প জায়গায়র মধ্যে সেই প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিল কয়েক শতাধিক মানুষ। প্রদর্শনীর মধ্যেই হঠাৎই আতশবাজির আগুনের স্ফুলিঙ্গ এসে পড়ে বাজির স্তুপে। মুহূর্তের মধ্যেই তাতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের। প্রাণ বাঁচাতে মানুষের মধ্যে হুড়োহুড়িতেও কয়েকজন প্রাণ হারায় বলে জানা গেছে। প্রায় এক কিলোমিটারের বেশি জায়গা জুড়ে এই অগ্নিকাণ্ডের প্রভাব পড়ে। স্থানীয় বাসিন্দারা মতে, আতশবাজির বারুদের বিস্ফোরণে মন্দিরের কংক্রিটের একটি অংশ ধসে পড়েছে। ওই ধ্বসংস্তুপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই আসন্ন বিধানসভার নির্বাচনী প্রচারণা স্থগিত রেখে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান কেরালার মুখ্যমন্ত্রী ওমান চন্ডী। দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করেন তিনি।
দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সংসদীয় প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, আইন ও ন্যায় মন্ত্রী সদানন্দ গৌড়া প্রমুখ।
টুইট করে এক শোকবার্তায় মোদি জানান, কোল্লামের মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক ও দু:খজনক। নিহতদের পরিবারের স্বজনদের আমি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি’। নিহতের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি এবং গুরুতর আহতদের ৫০ হাজার রুপি অার্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরের দিকে কোল্লামের দুর্ঘটনাস্থল দেখতে যাওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার সাথেই যাচ্ছে এক বিশেষজ্ঞ চিকিৎসক দল।
বিকেলের দিকে ঘটনাস্থলে যাবেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সমস্ত প্রচারণা বাতিল করেছেন অমিত শাহ।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব