মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের কাছাকাছি একটি ঘাঁটি পরিদর্শনের পরিকল্পনা করেছেন। এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপাইন সফর করবেন কার্টার। এ সফরের সময় এশিয়ার যেসব স্থানে মার্কিন সেনা মোতায়েন করা হবে সেসব স্থান পরিদর্শন করবেন তিনি।
পাশাপাশি দক্ষিণ চীন সাগরের কাছাকাছি অবস্থিত ঘাঁটিও পরিদর্শন করবেন তিনি। দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জ থেকে এ ঘাঁটির দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার। কার্টারের এশিয়া সফর আজ আরো পরে শুরু হওয়ার কথা রয়েছে। এ সময়ে ভারত এবং মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা রয়েছে তার।
এর আগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেন কার্টার। তিনি বলেন, 'এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সবই অনুকূল খবর আসছে না।' দক্ষিণ চীন সাগরে বেইজিং’র তৎপরতা বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/শরীফ