ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অাঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সকাল ৯টা ১৪মিনিটে পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির আবহাওয়ার দপ্তর সুত্রে এ তথ্য পাওয়া গেছে।
দেশটির বেংকুলু এলাকা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৩