ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১৮ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনী। শনিবার বাসিলান দ্বীপের আবু সায়াফ গ্রুপের সঙ্গে ওই সংঘর্ষে আরও ৫০ সেনা সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে আবু সায়াফ গ্রুপের ৫ জঙ্গি নিহত হয়, যাদের মধ্যে একজন মরক্কোর নাগরিক ছিল। খবর বিসিসির।
প্রতিবেদনে বলা হয়, আবু সায়েফের প্রায় ১শ যোদ্ধার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ফিলিপাইনের সেনারা। এসময় জঙ্গিরা চার সেনাকে গলা কেটে হত্যা করে। বাকি ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। জঙ্গিদের অধিকাংশের কাছেই গ্রেনেড লাঞ্চার ছিল বলে আঞ্চলিক সেনা মুখপাত্র জানিয়েছে। সংঘর্ষে পাঁচ জঙ্গিও নিহত হয়েছে। তারা মরক্কোর নাগরিক বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আবু সায়েফ গ্রুপের কমান্ডার ইসনিলন হাপিলনকে ধরার জন্য শনিবার অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। হাপিলনকে আটকের বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব