আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় চাদর চড়ালেন ভারতের সংখ্যালঘু প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে এই চাদর চড়ান নাকভি। দেশজুড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার বার্তা দিয়ে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাকভি’র হাতে তুলে দেওয়া হয় ওই চাদর। রবিবার সকালে দরগায় গিয়ে চাদর চড়ান নাকভি।
পরে টুইট করে নাকভি জানান, ‘প্রধানমন্ত্রীর হয়ে আমি এই চাদর চড়ালাম’। শান্তি ও একতার প্রতীক খাজা গরিব নওয়াজ’এর আজমের দরগায় এসে আজ চাদর চড়ালাম’।
পরের টুইটে ভারতীয় প্রধানমন্ত্রীর পাঠানো শান্তির বার্তাটিও পাঠ করে শোনান নাকভি। পাশাপাশি কেরলের অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা শোকজ্ঞাপন করে নাকভি জানান, ‘কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। কোল্লামের দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি’।
ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ১৪৫ কিলোমিটার দূরত্বে রয়েছে আজমীর। শহরের ঠিক মাঝখানে পাঁচিল ঘেরা দরগায় রয়েছে সুফি সাধক মইনুদ্দিন চিশতির মার্বেল মোড়া সমাধি। আর এই সমাধিতে চাদর চড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক থেকে শুরু কওে সেলিব্রিটিসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীরা ও সাধারণ মানুষ ভিড় জমান চিশতির দরগায়। শুধু মুসলমানই নন, হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও প্রার্থনা জানাতে আসেন এখানে। সমাধির সামনে দাঁড়িয়ে নিজেদের মনের ইচ্ছা পূরণ করার প্রার্থনা জানান।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ রশিদা