ভারতে এয়ার ইন্ডিয়ার অব্যবহৃত একটি বিমান ক্রেনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সময় সেটি একটি ভবনের দেয়ালের ওপর আছড়ে পড়েছে। রবিবার সকালে দেশটির হায়দরাবাদ প্রদেশের বেগামপেট বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। বিমানটির ওজন ২৫ টনের মতো। খবর এনডিটিভি'র।
বিমানটিকে মাটি থেকে ৬০ ফুটের মতো উপরে তোলার পর হঠাৎ সেটি নিচে পড়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ করেই ক্রেনটি ভারসাম্য হারিয়ে ফেলে। বিমানটিকে হায়দরাবাদের বেগামপেট বিমানবন্দর থেকে চার কিলোমিটার দূরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিলো।
এই দুর্ঘটনায় কোন হতাহত হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, এটা বিপর্যয়কর হয়ে উঠতে পারতো। কারণ দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার কাছেই ছিল একটি স্কুল।
ভিডিও:
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ