আফগানিস্তান এবং পাকিস্তানে আজ বিকেল ৪টা ২৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। দিল্লি, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানাসহ গোটা উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৬। খবর আনন্দবাজার পত্রিকার।
ভূমিকম্পে পাকিস্তানে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কম্পনের জেরে আলো নিভে যায় ভারতের শ্রীনগর বিমানবন্দরে। ইমারজেন্সি পাওয়ার দিয়ে কাজ চালানো হচ্ছে।
দু’বার কেঁপে ওঠে পাকিস্তান, আফগানিস্তান এবং উত্তর ভারত। উত্তর ভারতে দেড় মিনিট ধরে কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রেডিও পাকিস্তান জানিয়েছে, দেশটির পেশোয়ার, চিত্রল, গিলগিট, সোয়াট, ফয়সলাবাদে ব্যাপক কম্পন অনুভূত হয়।
এর অাগে ২০১৫ সালের অক্টোবরে শক্তিশালী ভূমিকম্পে ৩০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন পাকিস্তান ও আফগানিস্তানে।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ রশিদা