দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে জুতা ছুঁড়ে মারার অভিযোগ প্রমানিত হওয়ায় ভেদ প্রকাশ নামে এক যুবককে এক দিনের জেল দেয়া হয়েছে। রোববার ২৮ বছরের ওই যুবককে এ শাস্তি দেওয়া হয়।
ভেদ প্রকাশ 'আম আদমি সেনা দল'র (আম দলের বিদ্রোহী অংশ) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে স্থানীয় হিন্দুস্তান পত্রিকা। রোববার তাকে প্রথমে দিল্লির মেট্রোপলিটন মেজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। সেখান থেকে একদিনের সাজা ভোগ করার জন্য তাকে জেলে পাঠান হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লিতে বায়ু দূষণ ও যানজটের ওপর এক সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন। এরই মাঝখানে তাকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন প্রকাশ। তখনই সভাস্থল থেকে প্রকাশকে আটক করে পুলিশ।
এসময় তিনি পুলিশকে জানান, দিল্লিতে সিএনজি চালকদের লাগাতার ধর্মঘটের বিরুদ্ধে কেজরিওয়াল কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি মুখ্যমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন। তাই রাগের মাথায় তিনি ওই কাজ করেন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ হিমেল-০৭