পাকিস্তানের ফয়সালাবাদে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার সকালে ফয়সালাবাদের থাইক্রিওয়ালার জাং রোডে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
খবরে বলা হয়, লায়াহের দিকে একটি নাইট কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৯ জনের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে উদ্ধারকারী টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার পাশাপাশি নিহতদের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তারা আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৬/মাহবুব