একজন যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী জন হুয়িটিঙ্গডেল। তবে সম্পর্ক থাকার সময় ওই নারীর পেশা কী তা তিনি জানতেন না বলে জানিয়েছেন তিনি। খবর ইন্ডিপেন্ডেন্টের।
বুধবার ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার ঘটনাটি সংবাদপত্রের কাছে বিক্রি করার চেষ্টা করছে এমনটা জানার পর সম্পর্কচ্ছেদ করেন হুয়িটিঙ্গডেল। তার দাবি, ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য হওয়ার আগে তার সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। ওই সময় তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী পদ সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন।
একটি সংবাদ মাধ্যমকে হুয়িটিঙ্গডেল জানান, "অগাস্ট, ২০১৩ থেকে ফেব্রুয়ারি, ২০১৪ পর্যন্ত আমার সঙ্গে একজনের সম্পর্ক ছিল, যার সঙ্গে ম্যাচডটকম ওয়েবসাইটের মাধ্যমে প্রথম পরিচয় হয়েছিল। তিনি আমার বয়সী ছিলেন এবং আমার কাছাকাছি বসবাস করতেন।" তিনি আরও বলেন, “এটি একটি পুরনো গল্প যা ওই সময় আমার জন্য কিছুটা বিব্রতকর ছিল। মন্ত্রীত্ব গ্রহণ করার বেশ আগে ঘটনাটি ঘটেছিল এবং আমার সংস্কৃতিমন্ত্রী হওয়ার সিদ্ধান্তের সঙ্গে ওই বিষয়টির কখনোই কোনো প্রভাব ছিল না।”
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল, ২০১৬/ রশিদা