যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আজ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দেশটিতে যুদ্ধবিরতি এবং সরকার ও বিরোধীপক্ষের মধ্যে দ্বন্দ্ব -সংঘাত নিরসনের লক্ষ্যে যখন আলোচনা চলছে তখন এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সময় অাজ সকাল ৭টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয়েছে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত তা খোলা থাকবে বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়। সকালে ব্যাপক পরিমাণে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটার উপস্থিতি ব্যাপক হলে প্রয়োজনে ভোট গ্রহণের সময় আরো পাঁচ ঘণ্টা বাড়াবে দেশটির নির্বাচন কমিশন।
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সাত হাজার তিনশ’র বেশি ভোটকেন্দ্র খোলা হয়েছে। দেশটির সংসদের আড়াশ’ আসনের বিপরীতে সাধারণ নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অনেকগুলো বিরোধী দল অংশ নিলেও সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টি বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। সশস্ত্র গোষ্ঠীগুলো এ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে এবং তাদের ভাষায় নির্বাচনকে অবৈধ বলে দাবি করেছে।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ