ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরের নাম পরিবর্তন করে 'গুরুগ্রাম' রাখা হয়েছে। শহরটির জনগণের দীর্ঘ দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার শহরটির নাম পরিবর্তন সংক্রান্ত একটি সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার গ্রহণ করে। রাজ্যের একজন মুখপাত্র আজ একথা জানান। কয়েকটি ফোরামে দেয়া জনগণের মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর দ্য হিন্দুর
উল্লেখ্য, গুরগাঁও শহরের প্রারম্ভিক নাম কিন্তু গুরুগ্রাম-ই ছিল। গুরু দ্রনাচার্যের নামানুসারে শহরটির নাম গুরুগ্রাম রাখা হয়েছিল। গুরুদক্ষিণা হিসেবে এ গুরুর শিক্ষার্থীরা তাকে এ শহরটি দিয়েছিল। এরপর থেকে এটি গুরুগ্রাম নামেই পরিচিত ছিল। সময়ের প্রেক্ষিতে এটি বিচ্যুত হয়ে গুরগাঁও নাম ধারণ করে যা পূর্বের নামে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/শরীফ