কারফিউ জারি করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার একদিন পরেই এ কারফিউ জারি করা হলো।
এর আগে মঙ্গলবার ভারতীয় এক সৈনিক কাশ্মীরী এক কিশোরীকে উত্যক্ত করার ঘটানাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়। ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে সেনাবাহিনী ও পুলিশকে।
কাশ্মীরের হানদোয়ারা এবং শ্রীনগরে ওই কারফিউ জারির পর থেকে বন্ধ আছে সেখানকার দোকানপাট ও ব্যবসা বাণিজ্য। বিবিসি জানায়, কিশোরীকে উত্যক্ত করার ওই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত লোক বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা শহরের কেন্দ্রে জড়ো হয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ভারতের একমাত্র মুসলিমপ্রধান রাজ্য। ভারতীয় শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সাল থেকে এখানকার জনগণ কঠোর সংগ্রাম করে আসছে।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন