সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি । খবর বার্তা সংস্থা পিটিআইয়ের।
বাংলা নববর্ষ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে কেরি বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক বিবৃতিতে কেরি বলেন, সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। নববর্ষ উদযাপনে বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির সঙ্গে তারাও উদ্বেলিত।