গ্রিস উপকূলে ৭ শতাধিক অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২৫০ জনের অধিক মানুষকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। খবর এনডিটিভির।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, অভিবাসীদের বহনকারী নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। নৌকাটি গ্রিসের ক্রিট দ্বীপের কাছে উল্টে যায়।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ওই নৌকাটিতে উত্তর আফ্রিকার ৭ শতাধিক যাত্রী ছিল। নৌকা উল্টে যাওয়ার পর ২৫০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এখনও শত শত অভিবাসী নিখোঁজ রয়েছে। তারা বেঁচে আছে নাকি মারা গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব